ছোটদের প্রকাশনা প্রতিষ্ঠান সপ্তডিঙা’র উদ্যোগে ছোটদের মেলার প্রতিষ্ঠাতা ও ছোটদের পত্রিকার সম্পাদক অকালপ্রয়াত আবু হাসান শাহীন স্মরণে ঘোষণা করা হয়েছে ‘আবু হাসান শাহীন স্মৃতি পুরস্কার’। শিশুসাহিত্যের বিভিন্ন শাখায় মোট ১৪ জনকে এবার পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরস্কার হিসেবে থাকবে শিশুসাহিত্য স্মারক, অভিজ্ঞানপত্র এবং নগদ অর্থমূল্য। এ বছর অমর একুশে বইমেলায় প্রকাশিত মোট ১৩টি শাখায় ১৪টি সেরা বইয়ের জন্য এ পুরস্কার প্রদান করা হচ্ছে।
Advertisement
এবার যারা পুরস্কার পাচ্ছেন- ছড়ায় হাবীবুল্লাহ সিরাজী (মেঘ ভ্রমণ), গল্পে আহমেদ জাকির (কাকুকি ও ইশকুল), কিশোর উপন্যাসে দীপু মাহমুদ (সমুদ্র ভয়ঙ্কর), নাটকে সাইফুল্লাহ মাহমুদ দুলাল (জাদুকর), মুক্তিযুদ্ধে রফিকুর রশীদ (বঙ্গবন্ধু শেখ রাসেল ও মুক্তিযুদ্ধের কিশোর গল্প), রূপকথায় মাহফুজুর রহমান (ইঁদুর ছানা বিড়াল ছানা) ও সালমা কিবরিয়া (ডাইনির মায়াপুরীতে রাজকুমারী), অনুবাদে সামিন ইয়াসার (এলিসের অ্যাডভেঞ্চার), জীবনীতে আশিক মুস্তফা (জহরলাল নেহরু), সায়েন্স ফিকশনে মোশতাক আহমেদ (ছায়াস্বর্গ), ভ্রমণে ফারুক হোসেন (চোখ মেলে রাখি), শিশুসাহিত্য বিষয়ক গবেষণায় রাশেদ রউফ (বাংলাদেশের কিশোর কবিতা গতিপ্রকৃতি ও অগ্রগতি), সম্পাদনায় সুবল কুমার বণিক (তেপান্তর), গ্রন্থচিত্রণে ধ্রুব এষ (ছোট্ট মাটির ঘর)।
এসইউ/জেআইএম
Advertisement