কেউ খানিক আগে, কেউ খানিক পরে অভিষিক্ত হয়েছিলেন। তবে প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে উজ্জ্বল নক্ষত্রের মতো আলো ছড়িয়েছেন ঢাকাই ছবির ইন্ডাস্ট্রিতে। তারা কিংবদন্তি। যতদিন ঢাকাই সিনেমার গল্প থাকবে ততদিন তারা রয়ে যাবেন শ্রদ্ধা আর ভালোবাসার স্মৃতিচারণে।
Advertisement
বলছি নন্দিত পাঁচ অভিনেতা সোহেল রানা, ফারুক, জাভেদ, ওয়াসিম ও আলমগীরের কথা। পাঁচজনই নায়ক হিসেবে পর্দা কাঁপিয়েছেন। কেউ পরিচালক-প্রযোজক হিসেবেও খ্যাতি পেয়েছেন পরবর্তীতে। জাভেদ সর্বজন সমাদৃত একজন নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার হিসেবেও।
এক চলচ্চিত্রে এই পাঁচজনকে একসঙ্গে পাওয়া যায়নি। কেমন হতো তাদেরকে একত্রে দেখার চলচ্চিত্র সেই আক্ষেপ থেকে যাবে হয়তো ঢাকাই সিনেমার দর্শকের চিরকাল। তবে তাদের স্থিরচিত্রের এক ফ্রেমে দেখার আনন্দটা উপহার দিলেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান।
তিনি ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে এক সঙ্গে দেখা যাচ্ছে বাংলা চলচ্চিত্রের এই ৫ উজ্জ্বল তারকাকে। কিছুদিন আগে চলচ্চিত্র পরিচালক সমিতির অফিসে এভাবে আড্ডারত অবস্থায় ক্যামেরাবন্দী হন তারা।
Advertisement
এলএ/পিআর