খেলাধুলা

পিএসজির বিপক্ষে রিয়ালের জয় মানতে পারছেন না জাভি

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) ৩-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ব্যাপারটা কিছুতেই মানতে পারছেন না জাভি হার্নান্দেজ। রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বি দল বার্সেলোনার সাবেক মিডফিল্ডার বলেই এমন বলছেন না। তার মনে হচ্ছে, এই ম্যাচে রিয়াল যেমন খেলেছে, তাতে তাদের জয় পাওয়ার কথা না।

Advertisement

জাভি মনে করছেন, রিয়ালের কাছে হারের পর দুঃখ পাওয়ারই কথা পিএসজির। এই ম্যাচে তাদেরই জয় প্রাপ্য ছিল, এমন দাবি তার, ‘মাদ্রিদের একটা ব্যাপার আছে, তাদের সঙ্গে আপনি কখনোই সুযোগ নষ্ট করতে পারবেন না। যদি করেন, তারা শাস্তি দেবে। বাজে ব্যাপার হলো, কিছু না করেও প্রতিপক্ষকে এবার কষ্ট দিতে পেরেছে তারা।’

জাভি মনে করছেন, তেমন কষ্ট না করে শুধু কাউন্টার অ্যাটাকেই জয় তুলে নিতে পেরেছে রিয়াল। অথচ এই ম্যাচটা জিততে পারতো পিএসজিই, ‘পিএসজি এই ম্যাচে এত বড় ব্যবধানে হারবে, এটা আসলে কাম্য ছিল না। কারণ এটা এমন একটা ম্যাচ ছিল, যেটা ১-১, ২-২ অথবা পিএসজির ২-১ গোলের জয়ে শেষ হতে পারতো।’

এখানেই থামেননি। ওই ম্যাচে পিএসজি অনেকটা সময় প্রাধান্য বিস্তার করে খেলেছে দাবি করে জাভি বলেন, ‘এটা আসলে ব্যাখ্যা করা কঠিন। রিয়াল মাদ্রিদ ভালো খেলেনি, তারপরও তারা জিতেছে। এই ম্যাচে এমন কয়েকটা পর্যায় ছিল, দুই দলের মধ্যে একদম আলাদা। এমন মুহূর্ত ছিল যখন পরিষ্কারভাবেই প্রাধান্য বিস্তার করেছে পিএসজি।’

Advertisement

জোড়া গোল করে ঘরের মাঠে প্রথম লেগ জয়ের নায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। এই জায়গাতেও আপত্তি জাভির। বার্সেলোনার সাবেক মিডফিল্ডার মনে করছেন, ম্যাচে ভালো খেলেছেন পিএসজির নেইমারই, ‘তারা বলে ক্রিশ্চিয়ানো ওই ম্যাচে নেইমারের চেয়ে ভালো খেলেছে। না, না। এটা ঠিক নয়। রোনালদো ওই ম্যাচে কি করেছে? একটি গোল পেনাল্টিতে, আরেকটি হাঁটুর। নেইমার যে ভয়ংকর পরিস্থিতি তৈরি করেছে, সেটা নিয়ে কি বলবেন? সে যে কাউন্টার অ্যাটাকগুলো তৈরি করেছে, মাদ্রিদের মনে যে ভয় তৈরি করেছে?’

এমএমআর/জেআইএম