দেশের বিভিন্ন পেশার মাত্র পাঁচজন বুদ্ধিজীবীকে নিয়ে বৈঠকে বসেছেন বিএনপির ১০ নেতা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
Advertisement
বৈঠকে বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বরকত উল্লাহ বুলু, নিতাই রায় চৌধুরী উপস্থিত আছেন।
বুদ্ধিজীবীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজ উদ্দিন আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক মাহফুজ উল্লাহ, অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরীকে নিয়ে বৈঠকে অংশ নিয়েছেন।
তবে ডা. জাফরুল্লাহ চৌধুরী বৈঠক শুরুর আধা ঘণ্টা পর এতে যোগ দেন।
Advertisement
বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা ও বিএনপির করণীয় এবং বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
এমএম/এমবিআর/জেআইএম