বর্তমান সরকারের দুই মেয়াদে এ পর্যন্ত মোট ৮ হাজার ৮১৯ মেগাওয়াট ক্ষমতার ৮৮টি বিদ্যুৎকেন্দ্র বাণিজ্যিকভাবে চালু হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
Advertisement
রোববার জাতীয় সংসদে সরকারি দলের এমপি আ ফ ম বাহাউদ্দিনের (নাছিম) তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
এই বিদ্যুৎকেন্দ্রগুলো ছাড়াও নতুন নতুন তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যে কার্যক্রম চলছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে মোট ১৩ হাজার ৮১৩ মেগাওয়াট ক্ষমতার ৪৫টি তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন। এ বিদ্যুৎকেন্দ্রগুলো ২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে।
আর ৪ হাজার ১৮০ মেগাওয়াট ক্ষমতার ১৯টি তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে। এ বিদ্যুৎকেন্দ্রগুলো ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে বলে জানান তিনি। তিনি বলেন, এছাড়া মোট ২০ হাজার ৫১৭ মেগাওয়াট ক্ষমতার ১৬টি তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে।
Advertisement
এইচএস/জেডএ/আরআইপি