অমর একুশে বইমেলায় কণ্ঠশিল্পী ও সাংবাদিক আমিরুল মোমেনীন মানিকের ২টি বই পাওয়া যাচ্ছে। বই দুটি হচ্ছে- উপন্যাস ‘রোহিঙ্গা তরুণী’ ও শিশুতোষ ছড়াগান ‘সবুজ পরীর গান’।
Advertisement
তার প্রথম উপন্যাস ‘রোহিঙ্গা তরুণী’ প্রকাশ করেছে সেভেন্টিওয়ান। পাওয়া যাচ্ছে একাডেমি চত্ত্বরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্টলে। বইটির মূল্য ১৫০ টাকা।
এছাড়া কালো প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে শিশুতোষ ছড়াগানের বই ‘সবুজ পরীর গান’। বইটি পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের ৬৭০ নম্বর স্টলে। বই দুটির প্রচ্ছদ এঁকেছেন মাহবুব মুর্শিদ।
মানিক বলেন, ‘উপন্যাসে রোহিঙ্গা সংকটের জটিল সমীকরণের একটি দারুণ সমাধান পাবেন। এছাড়া ছড়াগান শিশু-কিশোরদের মাঝে ভালোবাসার সৌরভ ছড়াবে।’
Advertisement
এসইউ/পিআর