রাজনীতি

গ্রেফতার-তল্লাশি দুরভিসন্ধিমূলক : ফখরুল

বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের গ্রেফতার এবং তাদের বাসায় তল্লাশির ঘটনাকে সরকারের ‘দুরভিসন্ধিমুলক কর্মপরিকল্পনা’ হিসেবে আখ্যায়িত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Advertisement

বুধবার রাতে বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালকে আটকের ঘটনার পর এক বিবৃতিতে তিনি বলেন, ‘ভবিষ্যৎ দুরভিসন্ধিমূলক কর্মপরিকল্পনা বাস্তবায়নে জাতীয়তাবাদী শক্তিকে বিরাট বাধা হিসেবে গণ্য করে সরকার বিএনপি নেতাকর্মীদের ওপর নিষ্ঠুর নিপীড়ন ও অত্যাচারের মাত্রা বৃদ্ধি করেছে।’

‘সে জন্যই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাসায় বাসায় হামলা চালাচ্ছে, নেতাকর্মীদেরকে নির্বিচারে গ্রেফতার ও শারীরিকভাবে নির্যাতন করছে। ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালও সরকারের সেই উৎপীড়নের নিষ্ঠুর শিকার হলেন।’

তিনি বলেন, ‘হেলালকে তুলে নেয়া এবং তাকে গ্রেফতার দেখানোতে পুলিশের অস্বীকৃতিকে উদ্বেগজনক ঘটনা।’

Advertisement

এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আজিজুল বারী হেলালের ন্যায় দলের একজন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতাকে বাসা থেকে উঠিয়ে নেয়ার পরও তাকে গ্রেফতারের বিষয়ে পুলিশের অস্বীকৃতি জানানো অত্যন্ত আতঙ্কজনক।’

তিনি অবিলম্বে আজিজুল বারী হেলালের মুক্তির জোর দাবি জানান।

এমএম/বিএ

Advertisement