লাইফস্টাইল

গোড়ালিতে ব্যথা হলে

গোড়ালিতে ব্যথা নিয়ে সমস্যায় ভোগেন অনেকেই। চিকিৎসকের পরামর্শ তো নিতে হবেই, পাশাপাশি মেনে চলতে হবে কিছু করণীয়। চলুন জেনে নেই-

Advertisement

আরও পড়ুন : হজমে সমস্যা হলে করণীয়

শক্ত স্থানে খুব বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা যাবে না বা শক্ত স্থানে বেশি হাঁটাচলা করাও উচিত নয়।

ভারি কোনো জিনিস বহন করা থেকে বিরত থাকতে হবে। যেমন- বেশি ওজনের বাজারের থলে, পানিভর্তি বালতি ইত্যাদি বহন করা যাবে না।

Advertisement

সব সময় নরম জুতা ব্যবহার করতে হবে।হাঁটাচলার সময় হিল কুশন ব্যবহার করবেন।

সিঁড়ি দিয়ে ওঠা-নামা করার সময় মেরুদণ্ড সোজা রেখে হাতে সাপোর্ট দিয়ে ধীরে ধীরে উঠবেন ও নামবেন এবং যথাসম্ভব গোড়ালির ব্যবহার কম করবেন।

ব্যথা থাকা অবস্থায় কোনো ধরনের ব্যায়াম করা যাবে না।

আরও পড়ুন : ওজন কমাবে কফি

Advertisement

হাইহিল জুতা পরা যাবে না।

মোটা ব্যক্তিদের ওজন কমাতে হবে এবং সব সময় ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে।

এইচএন/আইআই