দেশজুড়ে

সিলেট ছেড়ে ঢাকার পথে প্রধানমন্ত্রী

সিলেটের ৩ ওলীর মাজার জিয়ারত, ৩৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন-ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তৃতা শেষে ঢাকার উদ্দেশে সিলেট ছেড়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement

মঙ্গলবার বিকেল ৫টা ২৬ মিনিটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

এর আগে, মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.), শাহপরাণ (রহ.) এবং সিলেটের প্রথম মুসলমান গাজী বোরহান উদ্দিনের (রহ.) মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী।

জিয়ারত শেষে বেলা ১টায় প্রধানমন্ত্রী সিলেট সার্কিট হাউসে যান। সেখানে মধ্যাহ্নভোজ এবং বিশ্রাম শেষে সিলেট ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে শেখ হাসিনা উপস্থিত হন বেলা ৩টায়। বিকেল ৪টা থেকে ৪০ মিনিটের বক্তব্য শেষে ৪টা ৫০ মিনিটে শেখ হাসিনা মাদরাসা মাঠ ত্যাগ করে বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হন।

Advertisement

ছামির মাহমুদ/এএম/এমএস