জাতীয়

বছরে পাঁচটা বোনাস পাবেন মুক্তিযোদ্ধারা

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানী ভাতা বৃদ্ধি করেছে। বর্তমানে মুক্তিযোদ্ধাদের দু’টি বোনাস দেয়া হচ্ছে। আগামীতে পাঁচটি বোনাস দেয়া হবে।

Advertisement

ধর্মীয় উৎসবের পাশাপাশি স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও পহেলা বৈশাখে বোনাস দেয়া হবে মুক্তিযোদ্ধাদের বলে জানান তিনি।

বুধবার কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নে মরহুম মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙালি স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, পাঠ্যপুস্তকে মুক্তিযোদ্ধাদের গর্বিত সাফল্যের কথার পাশাপাশি চিহ্নিত রাজাকারদের কুকীর্তির কথাও থাকবে। এর ফলে শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা ও রাজাকারদের সম্পর্কে সঠিক তথ্য ও ধারণা পাবে।

Advertisement

তিনি আরও বলেন, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছে সরকার। এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা।

মরহুম মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন এবং ‘বাঙালি ট্রাস্টি বোর্ডে’-এর চেয়ারম্যান ও লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম সেলিমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান খান বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী প্রমুখ।

এমএইচএম/এএইচ/আইআই

Advertisement