সহিংসতায় বিধ্বস্ত রাখাইন রাজ্যের অস্থিতিশীল পরিস্থিতি বিশ্বকে বোঝানোর জন্য মিয়ানমারকে সহায়তা করবে রাশিয়া। একই সঙ্গে রোহিঙ্গা সঙ্কটে মিয়ানমারের পাশে থাকবে দেশটি। রোববার নেইপিদো সফরে গিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু মিয়ানমার সেনাবাহিনীর প্রধান মিন অং হ্লেইংকে এসব কথা বলেন।
Advertisement
গত বছরের আগস্টে রাখাইনে শুরু হওয়া সহিংসতা থেকে বাঁচতে সাড়ে ছয় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসায় বিশ্বে সমালোচনার মুখে থাকলেও রাশিয়া শুরু থেকে মিয়ানমারের পক্ষে সমর্থন জানিয়ে এসেছে।
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর কঠোর অভিযানকে জাতিসংঘ জাতিগত নিধন হিসেবে চিহ্নিত করেছে। তবে রাশিয়া বলছে, মিয়ানমারের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর অভিযানের অধিকার রয়েছে।
রাশিয়ার এই প্রতিরক্ষা প্রধান বলেছেন, উত্তর রাখাইনে সন্ত্রাসী হামলার সঙ্গে রাজনৈতিক যোগসূত্র রয়েছে এবং কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া সত্ত্বেও মিয়ানমার সরকার, সেনাবাহিনী ও সব নাগরিককে সমস্যা মোকাবেলা করার উপায় খুঁজতে হবে।
Advertisement
মিয়ানমার সেনাবাহিনীর প্রধান মিন অং হ্লেইং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে বলেছেন, রুশ প্রতিরক্ষা মন্ত্রী পুনরায় আশ্বাস দিয়েছেন যে, মিয়ানমারের প্রকৃত পরিস্থিতি যাতে আন্তর্জাতিক সম্প্রদায় বুঝতে পারে সেজন্য রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম মিয়ানমারকে সহায়তা করবে।
রাখাইন সঙ্কট মোকাবেলায় মিয়ানমারকে ধারাবাহিক সহযোগিতার জন্য রাশিয়ার প্রশংসা প্রকাশ করেছেন মিন অং হ্লেইং। বৈঠকে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে প্রাযুক্তিক সহযোগিতা জোরদারের ব্যাপারে আলোচনা করেন তারা।
সূত্র : মিয়ানমার টাইমস।
এসআইএস/এমএস
Advertisement