বলা হয়ে থাকে সৌম্য সরকার তার পছন্দের ব্যাটসম্যান। পেসারদের মধ্যে তাসকিনও অন্যতম প্রিয় ছাত্র। কোচ থাকাকালীন হাথুরুকে এমন কথা প্রায়ই শুনতে হত। বাংলাদেশ ছেড়ে শ্রীলঙ্কার কোচ হয়ে ঢাকায় এসে সংবাদ সম্মেলনেও সেই প্রশ্নের মুখোমুখি হলেন হাথুরু। বলা হল আপনিও চলে গেলেন, আপনার দুই প্রিয় শিষ্য সৌম্য ও তাসকিনও দল থেকে বাদ। বিষয়টাকে কি ভাবে দেখছেন?
Advertisement
ফর্সা মুখ লাল করে হাথুরুর চোয়াল শক্ত জবাব, ‘না, তা কেন হবে? শুধু সৌম্য আর তাসকিনই আমার প্রিয় ক্রিকেটার ছিলেন, কে বললো। বাংলাদেশ দলে আরও বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে, যারা ভালো খেলেছেন, তারা সবাই আমার প্রিয়।’
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আগামী ১৭ জানুয়ারি (বুধবার) নিজেদের প্রথম ম্যাচের বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। এ ম্যাচ দিয়েই কোচ হিসেবে লঙ্কানদের সঙ্গে হাথুরুসিংহের যাত্রা শুরু হবে।
এআরবি/এমআর/আইআই
Advertisement