বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে আগামীকাল (সোমবার) থেকে মাঠে গড়াচ্ছে ত্রিদেশীয় সিরিজ। সিরিজের আরেক দল শ্রীলঙ্কা এরপরই স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে লঙ্কানরা। ঘরের মাঠে বাংলাদেশ কতটা শক্তিশালী সে কথা সবাই জানে। শ্রীলঙ্কা দলের ওয়ানডে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজও নিজ মুখে এ কথা স্বীকার করেছেন।
Advertisement
এবারের সিরিজ বাংলাদেশের ঘরের মাঠে। নিজেদের মাঠে বাংলাদেশ যে কতটা শক্তিশালী সে কথা সবাই জানে। শ্রীলঙ্কা দলের অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজও নিজ মুখে এ কথা স্বীকার করেছেন।
স্থানীয় সংবাদমাধ্যমকে অ্যাঞ্জেলো ম্যাথিউজ বলেন, ‘বাংলাদেশের কন্ডিশনে তাদের বিপক্ষে খেলা ভীষণ চ্যালেঞ্জের। বিগত কয়েকটি সিরিজের মধ্যে ঘরের মাঠে তারা মাত্র একটিতে হেরেছে। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মত শক্তিশালী দলের বিপক্ষে জিতেছে তারা। যে কারণে নিজেদের মাঠে ওরা ভয়ঙ্কর প্রতিপক্ষ।’
নতুন করে সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব পাওয়া ম্যাথুজ নিজের সম্পর্কে বলেন, ‘প্রথম কয়েকটি ম্যাচে আমি বল করব না। ফিটনেস ভালোই যাচ্ছে। কিন্তু ফিটনেসের প্রতি আরও যত্নবান হতে চাই।’
Advertisement
ত্রিদেশীয় সিরিজে তিনটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। আগামী ২৭ জানুয়ারি মাঠে গড়াবে ফাইনাল।
এমআর/এমএস