বিদায় নেয়া ২০১৭ সাল আলোচনা-সমালোচনা দিয়ে মাতিয়ে রেখেছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। বেশ অনেকটা সময় বিরতি দিয়ে গলে বছরের এপ্রিলে পুত্রসহ প্রকাশ্যে আসেন তিনি। তারপর থেকে চলচ্চিত্রের সবচেয়ে বড় ঘটনা হিসেবে সারাবছর আলোচনায় থাকে শাকিব-অপুর বিয়ে ও সংসারের ঘটনা। সম্প্রতি ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন শাকিব, অপুকে। সে নিয়ে মানসিক বিপর্যস্ততার মধ্য দিয়ে দিন পার করছেন।
Advertisement
এরই মধ্যে অপু পেলেন দারুণ এক স্বীকৃতি, তার ভক্তরা পেল আনন্দে ভাসার মতোই এক খবর। আলোচনা-সমালোচনা যতোই থাকুক, এখনো ঢালিউডে সেরা নায়িকা অপুই।
গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে রেডিও টুডে’র মুভি টাইমের নতুন পর্বে বিদায়ী বছরের সেরা নায়িকা বাছাই করা হয়। সেখানে দর্শকদের জরিপে সেরা হিসেবে বাছাই হন অপু বিশ্বাস। শ্রোতাদের প্রদত্ত ভোটের মাধ্যমে এ জরিপ করা হয়েছে। রেডিও টুডের অফিশিয়াল ফ্যান পেজে শ্রোতাদের মতামতের ভিত্তিতেই নির্বাচন করা হয়েছে বছরের সেরা নায়িকা।
কিছু দিন আগেই ঢাকাই ছবির সেরা নায়কের জরিপ করে রেডিও টুডে’র ‘মুভি টাইম উইথ সৈকত সালাহউদ্দিন’ অনুষ্ঠান। সেই জরিপে সেরা হন সুপারস্টার শাকিব খান। এবার সেরা নায়িকা হলেন তার স্ত্রী অপু বিশ্বাস।
Advertisement
এ প্রসঙ্গে সৈকত সালাহউদ্দিন বলেন, ‘আমরা প্রাথমিকভাবে দশ জন নায়িকাকে নিয়ে জরিপ করেছি। সেরা দশ থেকে সেরা তিন নায়িকা নির্বাচন করেছেন শ্রোতা-দর্শকেরা। তারা হলেন অপু বিশ্বাস, মাহিয়া মাহি ও বুবলী। এদের মধ্য থেকেই দর্শকের ভোটে সেরা নায়িকা নির্বাচিত হয়েছেন অপু বিশ্বাস। তাকে অভিনন্দন।’
বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ ছবি মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। ছবিটিতে অপু বিশ্বাস অভিনয় করেছিলেন শাকিব খান ও আনিসুর রহমান মিলনের বিপরীতে। ছবিতে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিল। এ ছবিটির জন্যই রেডিও টুডের শ্রোতারা অপুকে সেরা নির্বাচিত করেছেন।
এ প্রসঙ্গে অপু জাগো নিউজের মাধ্যমে রেডিও টুডের শ্রোতাদের ধন্যবাদ দিয়ে বলেন, ‘আমি সত্যি অভিভূত। কত বাজে সময় পার করতে হচ্ছে আমাকে। তবুও আমার ভক্তরা আমাকে ভালোবাসা দিয়ে আনন্দিত করছেন। এটা আমার পথচলার অনেক বড় অনুপ্রেরণা।’
আবার চলচ্চিত্রে কাজ করা প্রসঙ্গে তিনি জানান, ‘পারিবারিক ঝামেলার মধ্যে রয়েছি। এখনো নতুন কোনো কাজ নিয়ে ভাবছি না। অনেক নতুন প্রস্তাব আসছে সিনেমার জন্য। আপাতত সেগুলোতে কাজ করছি না। মানসিক অবস্থার উন্নতি হলে ‘কানাগলি’ সিনেমার কাজটি করতে চাই।’
Advertisement
এলএ/জেআইএম