খেলাধুলা

আবার হাসপাতালে বাদল রায়

সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর গত প্রায় ৫ মাস ভালোই ছিলেন সাবেক তারকা ফুটবলার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি বাদল রায়। কিছুদিন বাসায় কাটানোর পর মাঝে মধ্যে কর্মক্ষেত্রেও আসা-যাওয়া শুরু করেছিলেন।

Advertisement

কিন্তু বৃহস্পতিবার রাতে আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। রাতেই তাকে নিয়ে যাওয়া হয় গেন্ডারিয়ার আসগর আলী হাসপাতালে। বর্তমানে ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আছেন বাদল রায়।

আরেক সাবেক ফুটবলার আবদুল গাফফার বৃহস্পতিবার রাতেই তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করান। আবদুল গাফফার জানিয়েছেন, ‘বাদল রায় আউসিইউতে থাকলেও এখন ভালো আছেন। হয়তো শুক্রবার তাকে হাসপাতালেই থাকতে হতে পারে।’

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, ‘রাতের চেয়ে বাদল রায়ের অবস্থা এখন ভালো। রাতে ডাক্তাররা সিদ্ধান্ত নেবেন আইসিইউতেই রাখবেন কিনা।’

Advertisement

গত বছর জুনে মস্তিস্কে রক্তক্ষরণ হলে প্রথমে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতাল ও পরে সিঙ্গাপুরের গ্রিনেগেলস হাসপাতালে চিকিৎসা করা হয়।

আরআই/এমএমআর/আইআই