নায়ক হিসেবেই চলচ্চিত্রে কাজ করছেন বাপ্পী চৌধুরী। আর এবার ‘নায়ক’ নামের চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন এ অভিনেতা। ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত নতুন এই ছবিতে বাপ্পীর সঙ্গে থাকছেন নবাগতা অধরা খান।
Advertisement
গতকাল বুধবার সন্ধ্যায় এফডিসির ৩ নম্বর শুটিং ফ্লোরে মহরতের মাধ্যমে ছবিটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো। সেখানে বাপ্পী-অধরার জুটির প্রথম ছবিটিতে শুভকামনা জানাতে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা আলমগীর, চলচ্চিত্র পরিচালক শাহীন সুমন, ওয়াজেদ আলী সুমন, সাফিউদ্দিন সাফি, বুলবুল বিশ্বাস ও আরও অনেকেই।
মহরতে পরিচালক জানালেন, ‘একটি সময়োপযোগী গল্পের ছবি হবে ‘নায়ক’। এখানে নতুন জুটি হিসেবে বাপ্পী ও অধরাকে হাজির করতে যাচ্ছি। আমার বিশ্বাস এই ছবিটি তাদেরকে জনপ্রিয়তা দেবে।’
বাপ্পী বলেন, ‘ছবির নাম ও গল্প খুব ভালো লেগেছে। আজকালকার দর্শক যা চায় এখানে তার সবকিছুই থাকবে। আর ইস্পাহানি আরিফ জাহানের মতো নন্দিত নির্মাতাদের সঙ্গে কাজ করতে পারাটাও আমার কাছে বিশেষ প্রাপ্তি হয়ে এসেছে। পাশাপাশি অধরা নতুন অভিনেত্রীদের মধ্যে বেশ চমৎকার। আশা করছি আমাদের রসায়ন ভালো লাগবে দর্শকের।’
Advertisement
ইস্পাহানি আরিফ জাহান ইন্ডাস্ট্রিতে একটি ব্র্যান্ড। তাদের মতো বড় নির্মাতাদের সঙ্গে কাজ করতে পারাটা নিজের জন্য সৌভাগ্য বলেই মানেন অধরা। তিনি প্রথমবারের মতো বাপ্পীর বিপরীতে ছবিতে কাজ করা প্রসঙ্গে বলেন, ‘আমাদের প্রজন্মের জনপ্রিয় তারকা নায়ক বাপ্পী ভাই। তার সঙ্গে কাজ করতে যাচ্ছি ভেবে খুব আনন্দ হচ্ছে। ছবির গল্পে আমার চরিত্র ও রসায়নের যে বিন্যাস তা পর্দায় দর্শকের মন ছুঁয়ে যাবে।’
পরিচালক জানান, গতকাল মহরতের পরপরই ছবিটির ক্যামেরা ওপেন হয়। তবে নায়ক-নায়িকা নিয়ে শুটিং শুরু হয়েছে আজ সকাল থেকে। টানা এক সপ্তাহ কাজ চলবে এফডিসিতে।
প্রসঙ্গত, যাদুরকাঠি মিডিয়া প্রযোজিত এ সিনেমার কাহিনি লিখেছেন দেলোয়ার হোসেন দিল।
এলএ/পিআর
Advertisement