দেশজুড়ে

দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সাতক্ষীরার এসপি

যোগদানের পর থেকেই একের পর এক মানবিক কাজে সকলকে উদ্বুদ্ধ করে চলেছেন সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান।

Advertisement

এবার দুস্থ, গরীব ও অসহায় তিনশ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন তিনি। জেলা পুলিশের আয়োজনে শনিবার শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমানের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) কেএম আরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরা সার্কেল মেরিনা আক্তার, জেলা বিশেষ শাখার ডিআইও (১) মো. মিজানুর রহমান, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি আলী আহম্মেদ হাশমী, সদর থানার ওসি মারুফ আহম্মেদ, শহর ও যানবাহন পরিদর্শক তপন কুমারসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যরা।

শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়ে অসহায় মরিয়ম বিবি বলেন, খুব গরীব মানুষ। টানা শীতে গায়ে দেয়ার মতো কিছুই ছিল না। পুলিশের দেয়া শীতবস্ত্রটিতে এবার হয়তো শীত নিবারণ করতে পারব। এদিকে, শীতবস্ত্র পেয়ে আনন্দিত সকল অসহায় ও দুস্থ মানুষরা।

Advertisement

আকরামুল ইসলাম/এএম/পিআর