লক্ষ্মীপুরের কমলনগরে অস্ত্রের মুখে গত দুই রাতে পৃথক ৫ বাড়িতে ডাকাতির ঘটনা সংঘঠিত হয়েছে। এ সময় পিটিয়ে ও কুপিয়ে প্রবাসীর স্ত্রীসহ তিনজনকে আহত করা হয়। ডাকাতরা নগদ ও স্বর্ণালংকারসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুটে নেয় বলে ক্ষতিগ্রস্তদের অভিযোগ।
Advertisement
স্থানীয়রা জানায়, শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রামে প্রবাসী ইব্রাহীম ও তার ভাই ইউছুফের বাড়িতে ডাকাতি হয়। এ সময় বাধা দেয়ায় প্রবাসীর স্ত্রী সাজেদাকে কুপিয়ে আহত করা হয়। তাদের হামলায় আহত হয় প্রবাসীর ছোট ভাই ইউনুছ ও বড় ভাইয়ের স্ত্রী আছিয়া বেগম।
খবর পেয়ে পুুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত সাজেদাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ডাকাত দল ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে দুই ঘর থেকে পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
এর আগে বৃহস্পতিবার রাতে চরলরেন্স ইউনিয়নের বক্তপাড়া এলাকার তিন বাড়িতে ডাকাতি হয়। ঘটনার সময় ১৫ থেকে ১৭ জনের একদল ডাকাত আব্দুল গফুর পন্ডিতের দরজা ভেঙে ঘরে ঢুকে।
Advertisement
পরে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে একলাখ টাকার মালামাল লুটে নেয়। পরে আলমগীর হোসেনের বাড়িতে ঢুকে দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়। একই সময় ওই এলাকার আরও একটি বাড়িতে ডাকাতির ঘটনায় একলাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলে স্থানীয়রা জানায়।
কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ডাকাতির ঘটনায় আহত প্রবাসীর স্ত্রীকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। বিষয়টি তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কাজল কায়েস/এএম/পিআর
Advertisement