ময়মনসিংহ পৌরসভার কাছে নুরানী জর্দ্দা ফ্যাক্টরিতে যাকাতের কাপড় নিতে এসে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি জেলা প্রশাসকের কাছে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট মলিকা খাতুন নির্ধারিত সময়ের মধ্যেই এ প্রতিবেদন জমা দেন। ঘটনাটি অনিচ্ছাকৃত দুর্ঘটনা বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মলিকা খাতুন। এ ব্যাপারে জেলা প্রশাসক মুস্তাকীম বিলাহ ফারুক জানান, প্রতিবেদন পড়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থ পরিবারের ১৭ জন, নুরানী জর্দ্দা ফ্যাক্টরির মালিক শামীম তালুকদার ও তার দুই ম্যানেজার আলমগীর কবীর ও ইকবাল হোসেন এবং কোতোয়ালী মডেল থানা পুলিশের ওসি কামরুল ইসলামসহ ২১ জনের মতামত নিয়ে ৩০ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয়া হয়েছে বলে জানান কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মলিকা খাতুন। প্রতিবেদনে যাকাত দেয়া নিয়ে বেশ কয়েকটি সুপারিশও করা হয়েছে বলে জানান তিনি। তদন্ত কমিটির অপর সদস্যরা হলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়জুল হক ও এনডিসি তৌহিদুল ইসলাম। গত ১০ জুলাই নুরানী জর্দ্দা ফ্যাক্টরিতে যাকাতের কাপড় নিতে এসে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যু হয়। এ ঘটনায় নুরানী জর্দ্দা ফ্যাক্টরির মালিক শামীম তালুকদার ও ছেলে হেদায়েত তালুকদারসহ ৮ জনকে আটক করে একটি হত্যা মামলা দায়ের করে পুলিশ। পরে তাদের ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে আসামিরা রিমান্ডে রয়েছেন।আতাউল করিম খোকন/এমজেড/আরআইপি
Advertisement