জাতীয়

ডিএনসিসি উপ-নির্বাচনে প্রার্থী হতে চান প্যানেল মেয়র ওসমান গনি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে চান প্যানেল মেয়র ওসমান গনি।

Advertisement

নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পরই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দলীয় সমর্থন চাইবেন।

রোববার নগরভবনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের নেতাদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

ওসমান গনি বলেন, আওয়ামী লীগের দীর্ঘ রাজনীতিক ক্যারিয়ারে স্বচ্ছতা ও ত্যাগের বিষয় বিবেচনা করলে তিনি এ পদের যোগ্যপ্রার্থী। তাছাড়া সিটি কর্পোরেশন পরিচালনার অভিজ্ঞতা রয়েছে রয়েছে আমার। কাউন্সিলর ও প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করে ডিএনসিসি সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত ধারণা অর্জন করেছেন। এখন সুযোগ পেলে বাসযোগ্য, পরিবেশবান্ধব ও স্মার্ট ঢাকা গড়ে তুলতে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিতে সক্ষম হবেন।

Advertisement

পাশাপাশি মেয়র আনিসুল হকের পরিকল্পনার অসমাপ্ত কাজ সম্পন্ন করতেও জোরালো ভূমিকা রাখবেন বলেও জানান তিনি।

তিনি বলেন, আমি যতটুকু শুনেছি নেত্রী এখনও কাউকে ডিএনসিসির মেয়র পদের উপ-নির্বাচনের প্রার্থী হিসেবে বাছাই চূড়ান্ত করেননি। অনেকে নিজের ইচ্ছেতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছেন, প্রার্থিতা চাইছেন। দলীয় সমর্থন পেতে এখন দলীয় নেতাকর্মীদের ভিড় প্রধানমন্ত্রীর দফতরে। এ কারণে একটু অপেক্ষা করছি, ভিড় কমলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবো।

এএস/এনএফ/আইআই

Advertisement