আন্তর্জাতিক

তুরস্কে সন্দেহভাজন আইএসের ৭৫ সদস্য আটক

ইরাক ও সিরিয়ায় আগ্রাসন চালানো জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কমপক্ষে ৭৫ জন সন্দেহভাজন সদস্যকে আটক করেছে তুরস্ক। রাজধানী আঙ্কারা এবং ইস্তাম্বুল শহর থেকে তাদের আটক করা হয়। খবর আল জাজিরা।

Advertisement

শুক্রবার সকালে রাজধানী আঙ্কারায় সিরিজ অভিযান চালানো হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তারা রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদোলু নিউজ এজেন্সিকে জানিয়েছেন, সেখান থেকে ২৯ জনকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানিয়েছে, আটক হওয়াদের মধ্যে বেশ কয়েকজন নববর্ষের বিভিন্ন অনুষ্ঠানে হামলা চালানোর পরিকল্পনা করছিল। এদের মধ্যে বেশির ভাগই বিদেশি নাগরিক। আনাদোলু নিউজ এজেন্সি জানিয়েছে, ইস্তাম্বুল থেকে আটক হওয়া ৪৬ জনের মধ্যে ৪৩ জনই বিদেশি নাগরিক।

ইস্তাম্বুল থেকে যাদের আটক করা হয়েছে তারাও বিভিন্ন স্থানে হামলা চালানোর পরিকল্পনা করছিল। দুই শহরেই অভিযান চালিয়ে সাংগঠনিক নথিপত্র এবং ডিজিটাল বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।

Advertisement

তুরস্কের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ইস্তাম্বুলে আইএসের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে সেপ্টেম্বরের ১ তারিখ থেকে ডিসেম্বরের ২৬ তারিখ পর্যন্ত ৭১৪ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ৬৭০ জনই বিদেশি নাগরিক।

গত বছর নববর্ষের প্রাক্কালে ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে হামলার ঘটনায় তুরস্ক এবং অন্যান্য দেশের মোট ৩৯ জন নিহত হয়। আহত হয় আরও বহু মানুষ।

টিটিএন/আইআই

Advertisement