নিজে মেয়েকে ঘরে আটকে রেখে হত্যার দায়ে জাপানি এক দম্পতিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। কৃশকায় প্রাপ্তবয়স্ক মেয়েকে জানালাবিহীন একটি কক্ষে গত ১৫ বছর ধরে আটকে রেখেছিলেন ওই বাবা-মা।
Advertisement
গত শনিবার ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর মঙ্গলবার তার বাবা-মাকে গ্রেফতার করা হয়। মৃতদেহ উদ্ধারকালে ৩৩ বছরের ওই নারীর ওজন ছিল ৪২ কেজি; যা ৪ বছর বয়সী এক শিশুর ওজনের সমান। অতিরিক্ত শীতেই ওই নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই দম্পতি ওসাকায় বসবাস করেন। নিজেদের বাড়ির পাশেই ৩৯ বর্গফুট আকৃতির একটি ঠাণ্ডা কক্ষে মেয়েকে আটকে রেখেছিলেন তারা। বাইরে থেকে ওই কক্ষের দরজায় সবসময় দুইটি তালা মেরে রাখা হত। দিনে একবার তাকে খাবার দেয়া ও নলের পানি পানে বাধ্য করা হত।
বর্তমানে পুলিশ হেফাজতে থাকা বাবা-মা জানিয়েছেন, তাদের মেয়ে মানসিকভাবে অসুস্থ ও হিংস্র হওয়ায় তাকে সীমাবদ্ধ স্থানে আটকে রাখা হত।
Advertisement
এসআর/আইআই