দেশজুড়ে

বাঁচতে চায় রাহিম

১২ বছরের কিশোর রাহিম। তার এই বয়সে দুরন্তপনায় মেতে ওঠার কথা ছিল, ঠোটের কোণে লেগে থাকা কথা ছিল চিলতে হাসি। কিন্তু তাকে দেখে কে বলবে তার ফুসফুসের সমস্যা? এতেই হারাতে বসেছে তার দুরন্ত কৈশর।

Advertisement

রাজশাহীর নগরীর শিরোইল কলোনিতে তাদের বাসা। তার বাবা নুথু পেশায় রিকশাচালক। মা রহিমা গৃহপরিচারিকা। আদরের সন্তানকে বাঁচাতে মরিয়া এই দম্পতি।

অসুস্থ কিশোর রাহিমের নানী মিনা বেওয়া জানান, তার নাতি ছোট থেকেই অসুস্থ। অনেক পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পরে তার ফুসফুসে মারাত্মক সংক্রমণ।

তিনি বলেন, চিকিৎসকরা জানিয়েছেন তার চিকিৎসার জন্য আনুমানিক পাঁচ লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু এ অর্থ জোগার করা তার পরিবারের পক্ষে সম্ভব নয়। এতে বিনা চিকিৎসায় ধীরে ধীরে অবনতি হচ্ছে তার শারীরিক অবস্থার। নাতির চিকিৎসায় সাহায্যের হাত বাড়াতে বিত্তবানদের প্রতি অনুরোধ জানান তিনি।

Advertisement

রহিমকে সাহায্যে পাঠানো যাবে-সঞ্চয়ী হিসাব নম্বর-০২০০০১১৫১২৬১৫ , অগ্রণী ব্যাংক ওয়াপদা (ইরি) শাখা, রাজশাহী। এছাড়া মোবাইলেও যোগাযোগ করতে পারেন। মোবাইল- ০১৭২৯৫৬৪৫১২ (রাহিমের মা)।

ফেরদৌস সিদ্দিকী/এমএএস/এমএস