তেহরানের ব্যাপারে কঠোর অবস্থানের জেরে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সমালোচনা করেছে ইরান। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অন্ধভাবে অনুসরণ করলে আন্তর্জাতিকভাবে বিশ্বাসযোগ্যতা হারাবে ফ্রান্স।
Advertisement
প্রসঙ্গত, সিরিয়ার গৃহযুদ্ধে বিশেষভাবে ইরানের সম্পৃক্ত থাকার বিষয়টি উল্লেখ করে মধ্যপ্রাচ্যে তেহরানকে কম আগ্রাসী হতে হবে বলে সম্প্রতি মন্তব্য করেন ম্যাক্রোঁ। তার সেই মন্তব্যের জেরে ফ্রান্সের সঙ্গে ইরানের উত্তেজনা বেড়েই চলেছে।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালেরও সমালোচনা করেছে তেহরান। গত সপ্তাহে হ্যালে জানিয়েছেন, ইয়েমেনে হুথি মিলিশিয়াদের মিসাইল সরবরাহ করছে ইরান। তেহরান জাতিসংঘের নীতিমালা লঙ্ঘন করছে বলেও মন্তব্য করেন মার্কিন এই রাষ্ট্রদূত।
ইরান সরকার বলছে, নিক্কি হ্যালের এই দাবি প্রমাণ করে যে, তার মৌলিক বৈজ্ঞানিক জ্ঞানের অভাব রয়েছে। এছাড়া তার শিষ্টাচারের অভাবও রয়েছে।
Advertisement
সূত্র : মিডল ইস্ট মনিটর
কেএ/আরআইপি