আন্তর্জাতিক

জেরুজালেম ঘোষণার জেরে গ্যাবনে দুই সাংবাদিক ছুরিকাহত

আল্লাহু আকবার বলে হামলা চালিয়ে ড্যানিশ দু’জন সাংবাদিককে ছুরিকাহত করেছেন এক ব্যক্তি। শনিবার গ্যাবনের রাজধানীতে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন সেখানকার প্রতিরক্ষামন্ত্রী ইতিয়েনে কাবিন্দা মাকাগা।

Advertisement

গ্যাবনের একটি টেলিভিশন চ্যানেলে প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে বলা হয়েছে, আহত ওই দু’জন ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের সংবাদকর্মী। নাইজেরিয়ার একজন নাগরিক তাদেরকে ছুরিকাঘাত করেছেন।

নাইজেরিয়ার ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ৫৩ বছর বয়সী ওই হামলাকারী প্রায় ২০ বছর ধরে আফ্রিকার দেশ গ্যাবনে বসবাস করছেন।

জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানিয়েছে, পবিত্র ভূমি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্টের স্বীকৃতির জেরে প্রতিশোধ স্বরূপ ওই হামলা চালান তিনি। এছাড়া আর কোনো কারণ উল্লেখ করেননি হামলাকারী। তবে এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।

Advertisement

তেলসমৃদ্ধ গ্যাবনে মুসলিম জনসংখ্যা খুবই কম। যারা আছেন তাদেরও বেশিরভাগ বিদেশি শ্রমিক। তবে গ্যাবনকে কোনোভাবেই জিহাদি সহিংসতায় ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বিবেচনা করা হয় না।

সূত্র : রয়টার্স

কেএ/জেআইএম

Advertisement