জাতীয়

রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান প্রয়োজন : স্পিকার

রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান হওয়া প্রয়োজন উল্লেখ করে এ সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

Advertisement

রোববার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক কনফারেন্স উদ্বোধনকালে তিনি একথা বলেন।

‘প্রমোটিং ইকুয়ালিটি, জাস্টিস অ্যান্ড হিউম্যান ডিগনিটি’শীর্ষক এ কনফারেন্স সোমবার শেষ হবে। কনফারেন্স ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিপাইনের মানবাধিকার সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নিয়েছেন।

স্পিকার বলেন, বাংলাদেশ সরকার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানবাধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন করতে হলে সমতা ও দারিদ্র্য বিমোচন খুবই গুরুত্বপূর্ণ। নজর দিতে হবে তরুণ প্রজন্মের দিকেও।

Advertisement

এ ছাড়া কর্মসংস্থান, দক্ষতা, জেন্ডার, নারীকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রাখা— এ বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে। তার জন্য সমতা ও ইতিবাচক পদক্ষেপ নিতে হবে বলে উল্লেখ করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

তিনি বলেন, দেশে নির্যাতন ও গুমের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সরকারকে এ ব্যাপারে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশে মানবাধিকারের ক্ষেত্রে বিভিন্ন অগ্রগতি আছে। তবে নারী ও শিশু নির্যাতন, নিরাপত্তা হেফাজতে নির্যাতন ও গুমের মতো ঘটনা ঘটছে।

Advertisement

এইচএস/এমএমজেড/আরআইপি