অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে পরিচালিত স্মার্টফোনের মাধ্যমেই চলবে ‘স্মার্ট হুইলচেয়ার’। কনসোলের মাধ্যমে খুব সহজেই চালানো যাবে এই চেয়ার।
Advertisement
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার শুরু হওয়া ডিজিটাল ওয়ার্ল্ডে এই হুইলচেয়ার প্রদর্শন করছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প।
এটুআই এর স্টলে স্মার্ট হুইলচেয়ার ছাড়াও প্রদর্শন করা হচ্ছে প্রতিবন্ধীদের জন্য ‘ট্রাই অ্যাঙ্গেল’নামের একটি বিশেষ যান। সোলার প্যানেলের মাধ্যমে পরিচালিত ৩ চাকা বিশিষ্ট ট্রাই অ্যাঙ্গেলটি চালাতে শারীরিকভাবে কোন পরিশ্রম করতে হবে না।
এটুআই এর তরুণ পেশাজীবী ঈপশিতা হুমায়রা জাগো নিউজকে বলেন, প্রদর্শনীর জন্য এগুলো এখানে আনা হয়েছে। চাইলে এটুআইয়ের সঙ্গে যোগাযোগ করে যে কেউ ট্রাই অ্যাঙ্গেল ও স্মার্ট হুইলচেয়ার সংগ্রহ করতে পারবেন।
Advertisement
এদিকে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ডিজিটাল ওয়ার্ল্ডে দর্শনার্থীর সংখ্যা বেড়েই চলছে। এটুআই এর স্টলে ট্রাই অ্যাঙ্গেল ও স্মার্ট হুইলচেয়ার ছাড়াও তরুণদের বিভিন্ন উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে।
এএ/ওআর/জেআইএম