ফিচার

মুক্তিযুদ্ধ নিয়ে ভালোবাসি জামালপুরের কুইজ প্রতিযোগিতা

তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে অনলাইন কুইজের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভালোবাসি জামালপুর’। জামালপুর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার চেষ্টা করা হয়েছে এ কুইজের মাধ্যমে।

Advertisement

আয়োজকরা জানান, ‘নিজ জেলার গৌরবগাথা’ স্লোগানে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় ১৪-৩৫ বছর বয়সীরা অংশ নিতে পারবেন। তবে অংশগ্রহণকারীদের জামালপুর জেলার যেকোনো উপজেলার অধিবাসী হতে হবে।

আয়োজকরা আরও জানান, কুইজগুলো প্রতিযোগীকে কৌতূহলী করে তুলবে। যেমন একটি প্রশ্ন করা হয়েছে কর্নেল তাহেরকে নিয়ে— ‘জামালপুরের কোন যুদ্ধে অংশ নিয়ে কর্নেল তাহের আহত হয়ে পা হারান?’ এমন প্রশ্ন নিয়েই সাজানো হয়েছে প্রতিযোগিতা।

কুইজে অংশ নেওয়ার শেষ দিন ১০ ডিসেম্বর। সর্বোচ্চ উত্তরাদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে পাঁচ জনকে বিজয়ী নির্বাচন করা হবে। প্রত্যেক বিজয়ীকে পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে থাকবে— মুক্তিযুদ্ধের বই, ভালোবাসি জামালপুরের টি–শার্ট ও ব্যাজ।

Advertisement

আগ্রহীরা goo.gl/forms এর মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

এসইউ/জেআইএম