লাইফস্টাইল

ত্বক হবে দাগহীন

ত্বক উজ্জ্বল রাখতে কে না চায়! তবু নানা কারণে আমাদের ত্বকে দাগ পড়তে পারে। চোখের নিচের কালি, ব্রণ বা মেস্তার দাগ, ব্ল্যাকহেডস জমে যাওয়াসহ নানা কারণে মুখের কোনো কোনো অংশের রং পরিবর্তিত হতে দেখা যায়। পুরো মুখ দাগহীন উজ্জ্বল রাখতে চলুন জেনে নেই রূপচর্চার কিছু উপায়-

Advertisement

আরও পড়ুন: ত্বক সতেজ রাখতে যা খাবেন

চোখের নিচের কালি দূর করতে:

*শসা বা আলু ছেঁচে চোখের ওপর ২০ মিনিট রেখে দিন। ব্যবহৃত টি ব্যাগ কিছুক্ষণ চোখের ওপর রেখে দিলেও কাজে দেবে।

Advertisement

*বাঁধাকপি সেদ্ধ করে তার পেস্টও চোখে লাগিয়ে রাখতে পারেন।

*পেস্তাবাদাম বাটার সঙ্গে অল্প মধু লাগিয়ে ব্যবহার করলেও চোখের কালি দূর হয়।

*করলা হালকা ছেঁচে চোখের ওপর দিয়ে রাখতে পারেন।

রোদে পোড়া ভাব দূর করতে:

Advertisement

*টমেটোর রস এবং মধু রোদে পোড়া ভাব দূর করে।

*গাজর, মধু এবং বেকিং পাউডারের মিশ্রণও কার্যকরী।

*শুষ্ক ত্বকে তিলের তেল ভালোভাবে কিছুক্ষণ মালিশ করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন, হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরে আসবে।

আরও পড়ুন: ত্বক কোমল রাখতে গাজরের ব্যবহার

ব্রণের দাগ দূর করতে:

*কাঁচা ব্রণে সমপরিমাণ লবঙ্গ, তুলসিপাতা, নিমপাতা, পুদিনাপাতা একসঙ্গে পেস্ট করে কিছুক্ষণ লাগিয়ে রাখলে সেখানে দাগ হবে না।

*শুষ্ক ত্বকের ব্রণের দাগ দূর করতে লবঙ্গ তেল খুব উপকারী।

*ব্রণ শুকিয়ে যাওয়ার পর মুখে চিনি আর দারুচিনি বাটা একসঙ্গে পেস্ট করে লাগাতে পারেন। লবঙ্গ বা দারুচিনি ত্বকে লাগানোর পর একটু জ্বালা করবে, এতে কোনো ক্ষতি নেই।

এইচএন/জেআইএম