‘রেডি ফর টুমরো’ স্লোগানে দেশের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তির মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’ শুরু হচ্ছে ৬ নভেম্বর। মেলা চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। আয়োজকদের পক্ষ থেকে বলা হচ্ছে এটা দেশের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি উৎসব।‘ রেডি ফর টুমরো’ স্লোগানে দেশের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তির মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’ শুরু হচ্ছে ৬ নভেম্বর। মেলা চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। আয়োজকদের পক্ষ থেকে বলা হচ্ছে এটা দেশের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি উৎসব।
Advertisement
‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’ নিয়ে মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, ‘তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে আগামীর জন্য সরকারি ও বেসরকারি সেক্টর যে প্রস্তুত তা দেখাতে আগামী ৬ থেকে ৯ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলা উদ্বোধন করবেন।’
তিনি বলেন, ‘জনগণকে অংশগ্রহণ করার সুযোগ করার মধ্য দিয়ে আগামী চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রত্যক্ষভাবে প্রস্তুত এ বার্তাটা দিতে আমরা ডিজিটাল ওয়ার্ল্ডের আয়োজন করেছি। ২০২০-৩০ লক্ষ্যমাত্রা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, দারিদ্র্য কমাতে, বৈষম্য কমাতে, নারীর ক্ষমতায়নে ও প্রতিবন্ধীদের ক্ষমতায়িত করতে এ মেলা প্রাসঙ্গিক।’
Advertisement
পঞ্চমবারের মতো ডিজিটাল ওয়ার্ল্ড আয়োজন করা হয়েছে জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ডিজিটাল ওয়ার্ল্ডে ই-কমার্স এক্সপো, ই-গভর্নেন্স এক্সপো, মোবাইল ইনোভেশন, সফটওয়্যার শোকেসিং, স্টার্টআপ জোন ছাড়াও আইসিটি সংশ্লিষ্ট ২৯টি সেমিনার, ডেভেলপমেন্ট পার্টনার্স কনফারেন্স, গেমিং কনফারেন্স ও আইসিটি এডুকেশন কনফারেন্স হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘ডিজিটাল ওয়ার্ল্ডের মিনিস্ট্রিয়াল কনফারেন্সে অংশ নেয়ার জন্য সৌদি আরব, ফিলিপাইন, আফগানিস্তান, কঙ্গো, মালদ্বীপের মন্ত্রীরা ইতোমধ্যে আমাদের আশ্বস্ত করেছেন। আশা করছি দেশি-বিদেশি তিন শতাধিক বক্তা ২৯টি সেমিনারে অংশ নেবেন। গুগল, ফেসবুক, অ্যাংরিবার্ডসহ বিভিন্ন বিখ্যাত প্রতিষ্ঠান ডিজিটাল ওয়ার্ল্ডে অংশ নেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।’
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘সারাবিশ্বে বাংলাদেশে সুনাম বৃদ্ধি করেছেন নাফিজ বিন জাফর, তিন দু’দুবার অ্যানিমেশনে অস্কার লাভ করেছেন। এ অস্কার বিজয়ী নাফিজ বিন জাফর ডিজিটাল ওয়ার্ল্ডে অ্যানিমেশন নিয়ে একটি সেশন করবেন।’
‘এটা শুধু মাত্র ওয়ার্কসপ ও বিজনেস ম্যাচ মেকিং নয়। এখানে আড্ডা হবে, নেটওয়ার্কিং হবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত আমাদের দেশের বরেণ্য শিল্পীরা গান ও সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।’
Advertisement
প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত এ আয়োজন চলবে। কোনো প্রবেশ ফি নেই বলেও জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী।
তবে ডিজিটাল ওয়ার্ল্ডে যেতে www.digitalworld.org.bd এ ঠিকানায় গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ভেন্যুতে গিয়ে রেজিস্ট্রেশন করেও প্রবেশ করা যাবে। এছাড়া ডিজিটাল ওয়ার্ল্ডের মোবাইল অ্যাপ ও ফেসবুক পেজের মাধ্যমে মেলা সম্পর্কে সর্বশেষ তথ্য জানা যাবে।
সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী, প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তফা জব্বার উপস্থিত ছিলেন।
আরএমএম/এআরএস/এমএস