দিনাজপুরের বীরগঞ্জে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ, বাসি পঁচা খাবার এবং খাওয়ার অনুপযোগী ভেজাল তেল দিয়ে খাদ্য সামগ্রী তৈরির অভিযোগে ১০টি হোটেলকে দু`লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাসেল মনজুর এ জরিমানা আদায় করেন।পৌর শহরের আশা হোটেলকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের জেল, সাধনা হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের জেল, নিউ সাধনা হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের জেল, মকবুল হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের জেল, মা হোটেল পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের জেল, চিটাগাং হোটেল পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের জেল, জাকির হোটেল পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের জেল, রঞ্জন হোটেল ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের জেল এবং ভোগনগর ইউনিয়নের কবিরাজ হাট এলাকার ইস্রাফিল হোটেল ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের জেল, আবুল হোসেন ভূট্টু হোটেল ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের জেল প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাসেল মনজুর জানান, হোটেলগুলোর রান্না করার স্থান নোংরা এবং দুর্গন্ধ। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার জিনিস তৈরির কাজ চলছিল। রান্না কাজে ব্যবহার করা হচ্ছে ভেজাল ও খাবার অযোগ্য তেল। সাধারণ মানুষের খাবারের অযোগ্য সকল পণ্যের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভ্রাম্যমাণ আদালতকে আমরা সহযোগিতা করেছি।এমদাদুল হক মিলন/এআরএ/আরআইপি
Advertisement