চীনের পূর্বাঞ্চলের বন্দর শহর নিংবোতে বিস্ফোরণে অন্তত দু’জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
Advertisement
নিংবো শহরের জিয়াংবেই জেলার একটি কারখানায় স্থানীয় সময় রোববার সকাল ৯ টার ওই বিস্ফোরণে পার্শ্ববর্তী কয়েকটি ভবন ধসে পড়ে গেছে।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের খবরে বলা হয়েছে, অন্তত ৩০ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
বিস্ফোরণস্থল থেকে করা ভিডিওতে আহতদের সরিয়ে নিয়ে যেতে দেখা যাচ্ছে। চীনের গণমাধ্যমে বলা হচ্ছে, আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
Advertisement
দেশটির পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, বিস্ফোরণের কারণ জানতে ইতোমধ্যেই তারা তদন্ত শুরু করে দিয়েছে।
বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বাণিজ্যিক এলাকায়। এতে আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় অনেকের ধারণা, গ্যাস সংযোগ ক্ষতিগ্রস্ত হয়ে বিস্ফোরণটি ঘটেছে।
সূত্র : বিবিসি
কেএ/পিআর
Advertisement