ইসলাম ধর্মের পবিত্র স্থান মসজিদে নববি ও কাবাঘরের পার্শ্ববর্তী এলাকায় পর্যটকদের ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। তে ইসরাইলের একজন নাগরিক সেই স্থানগুলোতে ছবি তুলে তা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারের পর সৌদি সরকার এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে।
Advertisement
বৃহস্পতিবার সৌদি আরবের তথ্য ও গণমাধ্যম বিভাগের মহাপরিচালক এক বিবৃতিতে জানান, গত ১২ নভেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত দিয়েছে।
এ ধরনের সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে ওই বিবৃতিতে বলা হয়, কাবাঘর ও মসজিদে নববির পবিত্রতা রক্ষা এবং এর মর্যাদা অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যেই এমন পদক্ষেপ। ওই স্থানগুলোতে ছবি তোলা ও ভিডিও ধারণের ফলে নামাজ আদায়কারী সমস্যা হয় বলেও উল্লেখ করা হয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করে কেউ ছবি তুললে বা ভিডিও ধারণ করলে সৌদি আরবের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এমনকি ওইসব এলাকায় ক্যামেরা কিংবা ক্যামেরা সম্বলিত কোনো ডিভাইস সঙ্গে নিয়ে গেলে, সেটাও জব্দ করা হবে।
Advertisement
সূত্র : ডেইলি সাবাহ
কেএ/জেআইএম