অর্থনীতি

মুম্বাইয়ে ওয়ার্ল্ড ট্রেড এক্সপোতে বাংলাদেশ

ওয়ার্ল্ড ট্রেড এক্সপোতে প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে বাংলাদেশ। গত ১৬ থেকে ১৭ নভেম্বর ভারতের মুম্বাইয়ে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

Advertisement

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (ডব্লিউটিসি) মুম্বাই এবং অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অব ইন্ডাস্ট্রিজের (এআইএআই) উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে ৩৭টি দেশ, ভারতের ৫টি রাজ্য সরকার এবং ৩০টি শিল্প প্রতিষ্ঠান অংশ নেয়।

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, ভারতে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ এ প্রদর্শনীতে অংশগ্রহণ করে।

প্রদর্শনীতে আমন্ত্রিত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গুরুত্বপূর্ণ অতিথিদের উপস্থিতিতে বাংলাদেশের উপ-হাইকমিশনার মো. লুৎফর রহমান একটি কান্ট্রি প্রেজেনটেশনের মাধ্যমে বাংলাদেশের অপার বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরেন।

Advertisement

এমএমজেড/এমএস