হজ পালনেচ্ছুদের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। যার ফলে হজ করতে ইচ্ছুক ব্যক্তিদেরকে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক নূন্যতম ১ বছর অপেক্ষার পর হজ সম্পন্ন করতে হয়। ইন্দোনেশিয়ার মতো বাংলাদেশেও এ অপেক্ষার প্রহর দিন দিন বাড়তে থাকবে।
Advertisement
২০১৮ সালে বেসরকারিভাবে হজ পালনকারীদের জন্য নির্ধারিত কোটার প্রাক-নিবন্ধন আরো আগেই শেষ হয়ে গেছে। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের নিবন্ধন চলছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এ প্রাক নিবন্ধন।
গত ৯ নভেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে, ২০১৮ সালে হজ গমনেচ্ছু সম্মানিত ব্যক্তিগণ সরকারি ব্যবস্থাপনায় হজের প্রাক-নিবন্ধন করতে পারবে। এ নিবন্ধনের সুযোগ থাকবে আগামী ৩১ ডিসেম্বর ২০১৭ সাল পর্যন্ত বহাল থাকবে।
বেসরকারি এজেন্সিদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এখন শুধুমাত্র সরকারি ব্যবস্থাপনায় ২০১৮ সালের হজের প্রাক-নিবন্ধন করার সুযোগ রয়েছে।
Advertisement
২০১৮ সালে বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন করেছেন ১ লাখ ৮২ হাজার ৩৩ জন। এর বিপরীতে সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৪ হাজারের কিছু বেশি যাত্রী প্রাক-নিবন্ধন সম্পন্ন করেছেন।
যারা বেসরকারিভাবে ২০১৮ সালে হজের প্রাক-নিবন্ধন করতে পারেননি, তাদের এখন একমাত্র ভরসাই হলো সরকারি কোটায় প্রাক-নিবন্ধন করে আগামী বছর হজ সম্পন্ন করার সুবর্ণ সুযোগ গ্রহণ করা।
এমএমএস/আইআই
Advertisement