এর আগে অনেকগুলো ছবির গানের দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা। নতুন করে তারা ‘আমার মা আমার বেহেশত’ ছবির গানে কণ্ঠ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা করলো ‘আমার মা আমার বেহেস্ত’ ছবিটি।
Advertisement
বদিউল আলম খোকনের পরিচালনায় এই ছবিতে জুটি বেঁধে হাজির হবে ‘পোড়ামন’ খ্যাত সাইমন-মাহি। গানের রেকর্ডিং সম্পর্কে নির্মাতা খোকন জাগো নিউজকে বলেন, ‘গানের শিরোনাম ‘পেয়ে গেছি লাইসেন্স’। এই গানের কথা লিখেছেন কবির বকুল আর সুর সংগীত করেছেন আলী আকরাম শুভ। গানের দৃশ্যধারণে রোমান্টিকতা যেমন খুঁজে পাওয়া যাবে, তেমন ঝাকানাকা নাচও পাওয়া যাবে।’
ইমরান বলেন, ‘এর আগে আপার সঙ্গে অনেক ছবিতে গেয়েছি। আমাদের সবগুলো গানই জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে আমাদের গাওয়া ‘দিল দিল’ গানটি কোটি ছাড়িয়েছে। নতুন আয়োজনে আমার মা আমার বেহেশত ছবির গানের রেকর্ডিং হলো। আশা করছি ভালো লাগবে গানটি।’
রেকর্ডিংয়ের সময় স্টুডিওতে হাজির ছিলেন ছবির নায়ক সাইমন সাদিক। তিনি বলেন, ‘চমৎকার একটি গান হয়েছে। ইমরান ও কনা দারুণ গেয়েছেন। আশা করছি এর চিত্রায়নটাও ভালো হবে। দর্শককে মোহিত করে রাখার মতো একটি গান হবে এটি।’
Advertisement
‘আমার মা আমার বেহেশত’ ছবির শুটিং এফডিসিতে শুরু হবে আগামী ১৯ নভেম্বর। ছবিতে সাইমনের মায়ের চরিত্রে অভিনয় করবেন চম্পা আর তার বাবার চরিত্রে থাকছেন অভিনেতা আলীরাজ।
এনই/এলএ