ঝামেলা কম থাকায় বিশ্বের বিভিন্ন দেশে কথা বলতে ইন্টারনেট ব্যবহারকারীরা টেলিফোন অপারেটরদের সেবা গ্রহণ করার পরিবর্তে এখনও ব্যবহার করেন স্কাইপ। ফলে বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যা। সম্প্রতি স্কাইপের ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি পার হয়েছে।
Advertisement
২০১৩ সালে স্কাইপ ডাউনলোড হয়েছিল ১০ কোটি। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে তা এসে দাঁড়ায় ৫০ কোটিতে। পরবর্তীতে আরও বাড়তে থাকে। নিত্য নতুন ফিচার যোগ করছে স্কাইপ। স্কাইপ ৮ সংস্করণে অর্থ লেনদেনের সাপোর্ট এবং কিছু নতুন থিম যুক্ত করার কারণে তাদের জনপ্রিয়তা খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর আগে স্কাইপ তিনটি ট্যাবের উন্মোচন করেছিল। হাই ফিচার সমৃদ্ধ এই ট্যাবগুলোতে রয়েছে কিছু বিশেষ সুবিধ।
উল্লেখ্য, ২০০৩ সালে বাজারে আসে প্রথম স্কাইপ। পরবর্তীতে অনলাইন ভিডিও কলের সুবিধা স্কাইপকে আরো জনপ্রিয় করে। স্কাইপ তার ব্যবহারকারীদের বিশ্বের যেকোনো ল্যান্ডফোনে কল করার সুবিধাও প্রদান করছে। কম্পিউটারের পাশাপাশি মোবাইল ফোনেও স্কাইপ ব্যবহার করা যায়।
এআরএস/পিআর
Advertisement