চলতি বছরে নাসার ‘আইআরএডি ইনোভেটর অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে নিয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী মাহমুদা সুলতানা। আইআরএডি কর্মসূচির আওতায় প্রযুক্তি উদ্ভাবনে অনবদ্য ভূমিকা রাখার জন্য এ পুরস্কার পেলেন তিনি।
Advertisement
মহাকাশে ব্যবহারযোগ্য ছোট যন্ত্র উদ্ভাবনের জন্যই এ পুরস্কার পেয়েছেন তিনি।
সম্ভাবনাময় এমন কোনো প্রযুক্তির উদ্ভাবন,যা সংস্থাটির বিজ্ঞান গবেষণা সামনের দিকে এগিয়ে নিতে সহায়ক হবে- তার জন্য প্রতিবছর এ পুরস্কার দেয়া হয়।
নিজের অর্জনের বিষয়ে সুলতানা বলেছেন, ২০১০ সালে আমি যখন নাসা গর্ডার্ডে এলাম তখন গ্রাফিন নিয়ে যথেষ্ট কাজ হচ্ছিল না, তবে বিষয়টি নিয়ে আগ্রহের কমতি ছিল না। সবকিছু একেবারে শুরুর দিকে ছিল। সারাবিশ্ব থেকে প্রতিদিনই মানুষ গ্রাফিন বিষয়ে কাজের নতুন নতুন উপায় পাচ্ছিল। আমিও দেখতে চাচ্ছিলাম স্পেস অ্যাপ্লিকেশনের জন্য গ্রাফিন কতটা দিতে পারে।
Advertisement
এরপরই মূলত ওই গবেষণায় নিজেকে জড়িয়ে ফেলেন সুলতানা।
নাসার সাময়িকী ‘কাটিং এজে’ সম্প্রতি এই মাহমুদা সুলতানাকে নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন করা হয়েছে।
সূত্র: ইউরেকঅ্যালার্ট।
এনএফ/এমএস
Advertisement