রোহিঙ্গা সঙ্কট মোকাবিলায় আরও কার্যকর ভূমিকা রাখার জন্য চীন ও রাশিয়ায় দূত পাঠানোর চিন্তার কথা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। চীন ও রাশিয়ার অবস্থান বাংলাদেশের বিপক্ষে নয় বলেও মন্তব্য করেন তিনি।
Advertisement
ঢাকায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গা সঙ্কট নিয়ে চীন ও রাশিয়ার অবস্থান বাংলাদেশের বিপক্ষে নয়, তারাও সমস্যা অনুধাবন করতে পারছে। তবে দেশ দু’টিতে কবে নাগাদ দূত পাঠানো হবে তা পরিষ্কারভাবে জানাননি তিনি।
বাংলাদেশ সরকারের কূটনৈতিক প্রচেষ্টার কারণেই আন্তর্জাতিকভাবে মিয়ানমারের নিন্দা করছে ও সমাধান খুঁজতে সবাই আগ্রহী বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে গত কয়েকদিনে রোহিঙ্গা ইস্যুতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং আন্তর্জাতিক মহলে রোহিঙ্গা ইস্যু গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
Advertisement
সঙ্কটের মূল মিয়ানমারেই, সে কারণে মিয়ানমারকেই সমস্যার সমাধান করতে হবে; বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুধাবন করতে হবে বলেও মনে করেন তিনি। বিবিসি বাংলা।
কেএ/আরআইপি