সামাজিক যোগাযোগ মাধ্যমে রুশ সেনারা যাতে সেলফি পোস্ট করতে না পারেন তার ব্যবস্থা নিচ্ছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে আইনের খসড়াও তৈরি করে ফেলেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি বাংলা।
Advertisement
ওই আইনের খসড়ায় ব্লগ পোস্টের বিষয়েও নিষেধাজ্ঞা থাকছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেনা সদস্যদের তোলা ছবির মাধ্যমে রাশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও গোপনীয় স্থান বা ঘাঁটি সম্পর্কে শত্রুপক্ষ নানা তথ্য পেয়ে যেতে পারে।
এ ছাড়াও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য হলো, স্বয়ংক্রিয় ভূ-অবস্থানের মাধ্যমেও সেনাদের অবস্থান জানা সম্ভব হবে।
Advertisement
মূলত এসব বিষয়ে চিন্তা করেই এমন উদ্যোগ নেয়া হচ্ছে।
কয়েকদিন আগেই কয়েক রুশ সেনার তোলা সেলফিতে ইউক্রেন ও সিরিয়ার সেনা ঘাঁটির কিছু দৃশ্য চলে আসে।
এরপরই সেলফি ও ব্লগে রুশ সেনাদের নিষেধাজ্ঞা আরোপের এ খবর এল।
এনএফ/এমএস
Advertisement