জাগো জবস

ফাইনান্সিয়াল লিডারশীপ ফোরামের প্রশিক্ষণ

দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে পাস করা এবং বিভিন্ন পেশাজীবী একঝাঁক তরুণ উদ্যোক্তার যৌথ উদ্যোগে ২০১৫ সালের মাঝামাঝি ‘ফাইনান্সিয়াল লিডারশীপ ফোরাম’ গঠিত হয়। ফোরামটি শক্তিশালী নেটওয়ার্কিংয়ের মাধ্যমে শেখার পরিবেশ তৈরি করে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবীর সমন্বয়ে শিক্ষার পরিবেশ তৈরিসহ চাকরি ও ব্যবসার উপযোগী করতে প্রশিক্ষণ দিয়ে থাকে।

Advertisement

এরই ধারাবাহিকতায় সম্প্রতি ঢাকা এবং চট্টগ্রামে হাতেকলমে মাইক্রোসফট এক্সেল শেখানোর প্রকল্প ‘এক্সেল পাঠশালা’ চালু করেছে। এর পাশাপাশি হাতেকলমে ভ্যাট-ট্যাক্স বিষয়ক প্রশিক্ষণের জন্য ৬ দিনব্যাপী সার্টিফিকেট কোর্স চালু করেছে।

ভ্যাট কোর্সের ক্লাস ১৩ অক্টোবর শুক্রবার থেকে শুরু হয়ে পরবর্তী ৬ শুক্রবার চলবে। ট্যাক্স কোর্স শুরু হবে ৬ অক্টোবর। কর্মক্ষেত্রে ট্যাক্স-ভ্যাটের জটিল বিষয়গুলোর বাস্তব সমাধান নিয়ে আলোচনা করবেন জাতীয় রাজস্ব বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তাসহ প্রাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্টস এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টসবৃন্দ।

প্রশিক্ষণে অংশগ্রহণ করতে আগ্রহীরা ০১৬৮০০০০১১৩ নম্বরে অথবা training@lsf-bd.com ঠিকানায় যোগাযোগ করতে পারেন।

Advertisement

এসইউ/পিআর