টানা দরপতন চলছে দেশের শেয়ারবাজারে, যা সপ্তাহের তৃতীয় কার্যদিবসেও (মঙ্গলবার) অব্যাহত ছিল। এ নিয়ে টানা সাত কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে দরপতন ঘটল।
Advertisement
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় কমেছে ১ পয়েন্ট। আর বাজারটিতে দরপতন হয়েছে ৫৫ শতাংশ প্রতিষ্ঠানের। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স কমেছে ৫ পয়েন্ট এবং দরপতন হয়েছে ৫৩ শতাংশ প্রতিষ্ঠানের।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। লেনদেনের প্রথম ১০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে যায়। তবে আধাঘণ্টার ব্যবধানে নিম্নমুখী হয়ে পড়ে সূচক। বেলা ১১টা ৫ মিনিটে ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট কমে যায়।
এরপর আবার ঊর্ধ্বমুখী হয়ে দুপুর দেড়টায় ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট বেড়ে যায়। তবে শেষ আধাঘণ্টার লেনদেনে আবার ঋণাত্মক হয়ে পড়ে মূল্যসূচক।
Advertisement
দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ৬ হাজার ১০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুটি সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৫ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ১৮০টি বা ৫৫ শতাংশ প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। অপরদিকে বেড়েছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম। আজ ডিএসইতে মোট ৭১৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয় ৬৬৬ কোটি ১৭ লাখ টাকার শেয়ার। সে হিসেবে লেনদেন বেড়েছে ৪৯ কোটি ৫ লাখ টাকা।
টাকার অঙ্কে মঙ্গলবার ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ার। এদিন কোম্পানিটির মোট ৬৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ার হাতবদল হয়েছে ২৫ কোটি ৭৫ লাখ টাকার। আর ২৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। লেনদেনে এরপর রয়েছে- সামিট পাওয়ার, বিবিএস কেবলস, ন্যাশনাল ব্যাংক, উত্তরা ব্যাংক, ইফাদ অটোস, এক্সিম ব্যাংক এবং রূপালী ব্যাংক।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সিএসসিএক্স সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৪৫০ পয়েন্টে। এদিন বাজারটিতে মোট ২৪৮টি প্রতিষ্ঠানের ৪০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে আগের দিনের তুলনায় বেড়েছে ৮৬টির দাম। অপরদিকে কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম।
Advertisement
এমএএস/এমএমজেড/ওআর/আইআই