রাজনীতি

খালেদার দশম ‘কারামুক্তি দিবস’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দশম ‘কারামুক্তি দিবস’ আজ। ২০০৭ সালের সেপ্টেম্বরে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করে। ৩৭২ দিন কারাবন্দী থাকার পর ২০০৮ সালের এ দিনে মুক্তি পান তিনি।

Advertisement

এরপর থেকেই দিনটিকে দলীয় প্রধানের কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে বিএনপি।

দিবসটি উপলক্ষে বিকেলে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। দলের কেন্দ্রীয় নেতারা এ সভায় উপস্থিত থাকবেন।

খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে এক বাণীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

Advertisement

এনএফ/আরআইপি