রোহিঙ্গা হত্যার প্রতিবাদে বিশ্ব সুন্নী আন্দোলন ফ্রান্স শাখার উদ্যোগে প্যারিসের মানবাধিকার চত্বরখ্যাত রিপাবলিকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার মানববন্ধনে বক্তারা নির্মম গণহত্যার শিকার অসহায় রোহিঙ্গাদের মানবিক আশ্রয় দানের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।
Advertisement
বক্তারা বলেন, সরকারিভাবেই এথনিক ক্লিনজিং বা জাতিগত নির্মূল অভিযানের শিকার মা-বোন-শিশু সবাই আজ চরম নির্যাতন ও ব্যাপক হত্যাকাণ্ডের মুখে বিপন্ন, যাদের আশ্রয় ব্যতীত মৃত্যু ছাড়া পথ নেই। নিশ্চিত মৃত্যুর মুখে সীমান্ত রূদ্ধ করে তাদের বিতাড়িত করে দেয়া ঠিক হবে না।
বক্তারা আরও বলেন, এ ভয়ংকর অবস্থায় কিছু আশ্রয় প্রার্থীকে বিতাড়িত করার খবরে আমরা দেশ ও দুনিয়ার মানবিক বোধসম্পন্ন সমস্ত মানুষ বিস্মিত ও মর্মাহত।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক শাহ এনামুল হাসন মাওলা, গোলাম মোস্তফা হিমেল, মামুনুর রশিদ, জামিল আবেদ, রিয়াজ হোসাইন, মিলন, সাকায়াত হোসাইন, সবুজ, শিরিন আক্তার প্রমুখ।
Advertisement
এমআরএম/আইআই