অর্থনীতি

জাল নোট শনাক্তে পশুর হাটে সেবা দিচ্ছে ব্যাংক

ঈদ আসলেই জাল নোট প্রতারক চক্রের দৌরাত্ম্য বেড়ে যায়। বিশেষ করে কোরবানির ঈদে পশুর হাটে দালাল চক্র আরও বেশি সক্রিয় হয়ে ওঠে। তাই পশুর হাটে জাল নোট শনাক্তে সেবা দিচ্ছে ৪০টি বাণিজ্যিক ব্যাংক।

Advertisement

বুধবার রাজধানীর বিভিন্ন পশুর হাট ঘুরে দেখা গেছে এমন চিত্র। পশুর হাটগুলোতে অস্থায়ী বুথ বসিয়ে বিভিন্ন ব্যাংকের কর্মীরা বিনামূল্যে নোট সঠিক কিনা তা পরীক্ষা করে দিচ্ছেন।

রাজধানীর কমলাপুর পশুর হাটে জাল নোট শনাক্তে সেবা দিচ্ছে বেসরকারি ন্যাশনাল ব্যাংক। ব্যাংকটির দায়িত্বরত অফিসার আব্দুল খালেক জাগো নিউজকে বলেন, ব্যবসায়ীরা পশু বিক্রির পর আমাদের কাছে আসছেন। আমরা বিনামূল্যে তাদের টাকা যাচাই-বাছাই করে দিচ্ছি। এছাড়াও আসল নোট চেনার বিভিন্ন উপায় বলে দিচ্ছি। আমাদের দুজন করে মোট ৬ জন কর্মী ২৪ ঘণ্টা সেবা দেবেন। বুধবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। চলবে ঈদের আগের দিন রাত পর্যন্ত।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা জাগো নিউজকে বলেন, ঈদের সময় কিছু প্রতারক চক্র জাল নোট বাজারে ছাড়তে সক্রিয় হয়ে ওঠে। বিশেষ করে কোরবানির পশুর হাটে। তাই জাল নোট বিস্তার রোধে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বাণিজ্যিক ব্যাংকের অস্থায়ী বুথ থাকবে।

Advertisement

এছাড়া হাটগুলোতে জাল নোট ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনীকে ৪৫০টির বেশি জাল টাকা শনাক্তের মেশিন সরবরাহ করেছে। আর পশুর হাটে এসব কার্যক্রম ঠিকমত চলছে কিনা এজন্য কেন্দ্রীয় ব্যাংকের মনিটরিং টিম মাঠে কাজ করছে।

বুধবার বিকেলে রাজধানীর আফতাব নগর কোরবানির পশুর হাটে জাল নোট শনাক্তে ব্যাংকগুলো সেবা দিচ্ছে কিনা তা পরিদর্শন করতে এসেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মান্নান ভূঁইয়া। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পশুর হাটে ব্যাংকগুলো কি সেবা দিচ্ছে তা দেখছি। রাজধানীর হাটগুলোতে ৪০টি ব্যাংক অস্থায়ী বুথ বসিয়ে সেবা দেয়ার কথা। আফতাব নগরে দুটি ব্যাংক সেবা দিবে। আইএফআইসি ও ট্রাস্ট ব্যাংক।

আফতাব নগর হাটের আইএফআইসি ব্যাংকের কর্মী জানান, যেসব গরু ব্যবসায়ী আসছে, তাদের সেবা দিচ্ছি। জাল নোট যাচাইয়ের জন্য হাট কর্তৃপক্ষ সব সময় মাইকিং করছে।

আগামী ২ সেপ্টেম্বর সারাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। এদিন আল্লাহর সন্তুষ্টি অর্জনে সারাবিশ্বের মুসলমানরা পশু কোরবানি দেবে। এ বছর দেশে কোরবানির জন্য প্রস্তুত সোয়া কোটি পশু। ঢাকায় ২২টি অস্থায়ীসহ মোট ২৩টি হাটে বিক্রি হবে কোরবানির পশু। ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে থাকবে হাজার হাজার কোটি টাকার লেনদেন।

Advertisement

এসআই/এআর/জেএইচ/এমএস