বিনোদন

এত স্মৃতি ভুলব কেমন করে : শাবনূর

মারা গেছেন নায়করাজ রাজ্জাক। খবরটি মুহূর্তের মধ্যে সারাদেশে ছড়িয়ে পড়ে। তবে বেশিরভাগ মানুষই সন্দেহ প্রকাশ করেন এটি সত্যি নাকি মিথ্যে কোনো গুজব। বিশ্বাস করতে চাননি ঢাকাই ছবির দর্শকনন্দিনী নায়িকা শাবনূরও।

Advertisement

কল রিসিভ করে পরিচয় দিতেই বলে উঠলেন, খবরটা কী সত্যি? রাজ্জাক আংকেল নেই? জবাবে হ্যাঁ বলতেই যেন আৎকে উঠলেন। বলে চললেন, ‌‘চলচ্চিত্রে আমি অনিয়মিত হওয়ায় অনেকেই মন খারাপ করতেন। তাদের মধ্যে রাজ্জাক আংকেল ছিলেন অন্যতম। গেল বছরের আগেরবার তার জন্মদিনে দেখা হয়েছিলো। আমরা তার বাসায় গিয়েছিলাম। কতো দুষ্টামি করেছিলাম। আমাকে দেখেই হাত বাড়িয়ে বললেন, ‘আয় মা, কাছে এসে বোস। কতদিন পর তোকে দেখলাম।’

শাবনূর বলে যান, ‘খবরটি শুনে এখনো বিশ্বাস করতে পারছি না। আগে যেমন উনার মৃত্যুর খবর ছড়িয়ে তা গুজবে পরিণত হয়েছে এবারেও যদি এমনটা হতো, খুব ভালো হতো। রাজ্জাক আংকেল ছিলেন আমার বাবার মতো। শুধু আমার নয়, চলচ্চিত্রের প্রতিটি মানুষ তাকে বাবার মতো শ্রদ্ধা করতেন। তার মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারবো কী আমরা? এত স্মৃতি ভুলবো কেমন করে! কতো কথা মনে পড়ছে।’

স্মৃতিচারণ করে শাবনূর বলেন, ‘তার সঙ্গে কাজ করা মানেই দারুণ এক অভিজ্ঞতা। সময়ের প্রতি তিনি ছিলেন দারুণ শৃঙ্খলাবদ্ধ। তার কাছ থেকে প্রতিনিয়ত শিখেছি। আমি কিছুতেই মানতে পারছি না তিনি আর নেই।’

Advertisement

বেশ কয়েকদিন ধরে অসুস্থ শাবনূর। কোথাও যাচ্ছেন না। ঘরে বসেই কাটছে দিন। তারমধ্যে প্রিয়জন হারানোর এই শোকে তিনি কাতর। শাবনূর জানান, রাতেই নায়করাজের বাসায় যাবেন তিনি।

এলএ