বিনোদন

নির্মাণের ২৯ বছর পর মুক্তি পাচ্ছে শাবানার ছবি

আশির দশকের বলিউডের খ্যাতিমান পরিচালক গুলজার। চিন্তা ধারায় ছিলেন অন্য সবার চেয়ে কিছুটা আলাদা।

Advertisement

আর সে সুবাদেই ১৯৮৮ সালে এই পরিচালক নির্মাণ করেছিলেন একটি ছবি। যা কিনা পরবর্তীতে সেন্সর বোর্ড আটকে দিয়েছিল।

সেসময় ছবিটিতে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ ও শাবানা আজমি। ছবিটির মুক্তির ব্যাপারে বেশ উচ্ছ্বসিত শাবানা।

'লেবাস' শিরোনামের ছবিটি সেসময় দর্শকরা নিতে না পারলেও এসময়ের দর্শকরা তা সহজেই গ্রহণ করবেন এমনটি প্রত্যাশা বর্তমানে ৮৩ বছরের বয়স্ক গুলজারের। আর তাই তিনি চাচ্ছেন তার এই স্বপ্নের ছবিটি মুক্তি দেয়া হোক। আর বাবার এই স্বপ্নকে সত্যি করতেই অবশেষে তার ছেলে বিকাশ মোহন ও প্রযোজনা প্রতিষ্ঠান জি ক্লাসিক মিলে অবশেষ মুক্তি দিতে যাচ্ছে 'লেবাস' ছবিটি।

Advertisement

ছবিটির সংগীত পরিচালনা করেছেন কিংবদন্তী সংগীত পরিচালক আর ডি বর্মণ।

আরএএইচ/এলএ/জেএইচ/আরআইপি