রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ গণজারণ মঞ্চের কর্মীদের ওপর হামলা চালিয়েছে দুষ্কৃতকারীরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
Advertisement
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাতীয় জাদুঘরের সামনে বন্যার্তদের জন্য ত্রাণ কার্যক্রম জোরদারের দাবিতে নাগরিক সমাজের আয়োজনে এক মানববন্ধনে অংশ নেন ইমরান এইচ সরকারসহ গণজাগরণ মঞ্চের কর্মীরা। মানববন্ধনের শেষ দিকে হঠাৎ তাদের ওপর হামলা চালায় একদল দুষ্কৃতকারী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা ছাত্রলীগ কর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমনের নেতৃত্বে ছাত্রলীগের একদল নেতাকর্মী তাদের ওপর হামলা চালায় বলে জানা গেছে।
তবে ঘটনার বিষয়ে জিয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমন জাগো নিউজকে বলেন, ‘ঘটনাস্থলে আমি ছিলাম না। আমি সিনেটে প্রোগ্রামে ছিলাম। তবে যেহেতু ইমরান এইচ সরকার দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেছে সেহেতু সাধারণ শিক্ষার্থীরা এমন করতে পারে।’
Advertisement
এদিকে হামলার ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। জাগো নিউজকে তিনি বলেন, ‘বন্যার্তদের জন্য আজ আমরা দুপুরে মানববন্ধন করি। এরপর সন্ধ্যায় ত্রাণ সংগ্রহ করছিলাম। এসময় ১০-১২ জনের একটি গ্রুপ এসে বলে, এই তোরা কী করছিস। কিসের বন্যা। দেশে কোনো বন্যা নেই। একপর্যায়ে তারা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের ৪-৫ জন আহত হয়। তবে আমি আহত হইনি। কিন্তু তখন পাশেই পুলিশ দাঁড়িয়ে ছিল। তারা বাধা দেয়নি।’
কারা হামলা করেছে এ প্রশ্নের জবাবে ইমরান বলেন, ‘ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ এর আগে অামাদের ওপর হামলার হুমকি দিয়েছিল। তারাই এ হামলা করে থাকতে পারে। তবে হামলাকারীদের একজনের মোবাইল ফোন ঘটনাস্থলে ফেলে রেখে গেছে। তা থেকে গুরুত্বপূর্ণ তথ্য বের হবে যে কারা হামলা করেছে।’
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জাগো নিউজকে বলেন, ‘ইমরান এইচ সরকারসহ তাদের কয়েকজন কর্মী থানায় এসেছেন। তারা তাদের ওপর হামলার অভিযোগ করেছেন। আমরা তাদের থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি। লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা কাজ করব।’
এমএইচ/এসএইচএস/আইআই/জেআইএম
Advertisement