পর্তুগালে একটি গাছের নিচে চাপা পড়ে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৪৯ জন। ধর্মীয় একটি অনুষ্ঠান চলাকালে মাদেইরা দ্বীপে ওই দুর্ঘটনা ঘটেছে। খবর বিবিসির।
Advertisement
অনুষ্ঠানে উপস্থিত হওয়া লোকজন আনন্দ করছিলেন। হঠাৎ করে একটি গাছ পড়ে যাওয়ায় সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। যারা আহত হয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিক।
যে গাছটি ভেঙে পড়েছিল তা একটি ওক গাছ। গাছটির বয়স প্রায় ২শ বছর। ওই দ্বীপে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। পর্তুগিজ প্রেসিডেন্ট মারকেলো রেবেলো ডে সুসা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
টিটিএন/এমএস
Advertisement