চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৭। ভূমিকম্পের আঘাতে ১৩ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। খবরবিবিসির।
Advertisement
সিচুয়ান প্রদেশ ভূমিকম্প প্রবণ এলাকা। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল একটি জনপ্রিয় পর্যটন এলাকার কাছেই।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে উত্তরাঞ্চলীয় প্রাদেশিক রাজধানী চেংদু থেকে ৩শ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাতহানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এর আগে ২০০৮ সালে ওই একই প্রদেশে ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ৭০ হাজারের বেশি মানুষ প্রাণ হারায়।
Advertisement
টিটিএন/আরআইপি